কম খরচে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেটসহ আরো অন্যান্য সেবা পাওয়ার জন্য বাংলাদেশের এয়ারটেল ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। এয়ারটেল সিম কোম্পানি গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন ধরনের সেবা নিয়ে এসএমএস দিয়ে থাকে। অনেক সময় গ্রাহক বুঝে অথবা না বুঝে এ সকল সেবা গ্রহণ করে থাকে।
একটা সময় দেখা যায় এ সকল সেবা থেকে মাত্রা অতিরিক্ত টাকা কেটে নেওয়ার জন্য গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এয়ারটেল সিমে যদি কোন ধরনের সেবা চালু করার জন্য আপনার টাকা কেটে নেয় তাহলে আপনি যদি চান তাহলে খুব সহজেই সে সকল সার্ভিস বন্ধ করে দিতে পারবেন।
আপনার প্রয়োজনের সময় আপনি একটি সার্ভিস গ্রহণ করলেন এবং সেটি দিনে দিনে আপনার আর প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়ালো না। তখন আপনি চাইলেই এয়ারটেল সিমের যে কোন সার্ভিস বন্ধ করে দিতে পারবেন। এয়ারটেল সিমের সকল সার্ভিস বন্ধ করার জন্য আমাদের ওয়েবসাইটের নিচের দিকে কোড দেওয়া আছে।
কুইক লিংক
এয়ারটেল সিমের টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করার কোড
এয়ারটেল সিম বিভিন্ন সুবিধার জন্য আপনি ব্যবহার করে থাকেন। কিন্তু যদি লক্ষ্য করেন আপনার সিম থেকে রিচার্জ কত টাকা কেটে নেওয়া হচ্ছে তাহলে আপনার কাছে শুধু সুবিধার চাইতে অসুবিধা বেশি হয়ে দাঁড়ায়। তাছাড়া বারেবারে টাকা কেটে নেওয়া আপনার জন্য একটি হতাশাজনক ব্যাপার।
আপনার এই হতাশা কাটিয়ে ওঠার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে এয়ারটেল সিমের সকল সার্ভিস বন্ধ করার কোড দিয়ে দিয়েছি। আপনি যদি নিশ্চিত হতে পারেন আপনার ফোনে এই সার্ভিসটি চালু আছে এবং এই এসএমএসটি বারবার আসছে তাহলে আপনি সেই সার্ভিসটি বন্ধ করে দিতে পারেন।
এয়ারটেল টাকা কাটার সার্ভিস বন্ধ ২০২৩
এয়ারটেল সিমের টাকা কাটার সার্ভিস বন্ধ করার কোড আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে। এয়ারটেল সিমে বিভিন্নভাবে মাঝে মাঝে টাকা কেটে নেয়। এই জন্য আমরা অনেক সময় ইউটিউব বা সামাজিক যোগাযোগের মাধ্যমে কাস্টমার কেয়ারের সাথে কাস্টমারের কথোপকথনের হাস্যরসাত্মক গল্প শুনতে পাই। আপনার ফোনে যদি এয়ারটেল সিমের মিসকল এলার্ট, নিউ স্পোর্টস সার্ভিস, কলারটিউন সহ বিভিন্ন ধরনের সার্ভিস চালু থাকে তাহলে আপনি আজকে তা বন্ধ করে দিন।
আপনি হয়তো জানেন না এয়ারটেল টাকা কাটার সার্ভিস বন্ধ করার নিয়ম গুলো কি কি। সেই জন্য আমাদের ওয়েবসাইটে এয়ারটেল টাকা কাটার সার্ভিস বন্ধ করার সকল কোড দিয়ে দিয়েছি। আমাদের ওয়েবসাইটের নিচের দিকে এয়ারটেল সিমে টাকা কেটে নেওয়ার সোর্স খুঁজে বের করে আপনাদের নির্দিষ্ট নাম্বার ডায়াল করলে সকল সার্ভিস বন্ধ করতে পারবেন।
এয়ারটেল মিসকল এলার্ট সার্ভিস বন্ধ করার কোড
আপনি হয়তো মিসকল সমস্যার ঝামেলা এড়াতে মিসকল এলার্ট সার্ভিস চালু করেছিলেন। এখন আর এয়ারটেল মিসকল এলার্ট সার্ভিস চালু রাখার প্রয়োজন বোধ মনে করছেন না এবং এটি আপনার জন্য ব্যয়বহুল ও বটে। তাই আজকে আপনি এয়ারটেল মিসকল এলার্ট সার্ভিস বন্ধ করার কোড জেনে নিন এবং বন্ধ করে দিন।
কেউ চায় না অযথা কোম্পানিকে টাকা দিতে। আপনি যদি একজন সচেতন মানুষ হন তাহলে এয়ারটেল মিসকল এলার্ট সার্ভিস চালু করার জন্য আজকে তা বন্ধ করে দিবেন। তার জন্য আমাদের ওয়েবসাইটের দিকে এয়ারটেল মিসকল এলার্ট সার্ভিস বন্ধ করার কোড দিয়ে দিয়েছি।
এয়ারটেল কলার টিউন বন্ধ করার কোড
আপনি যদি এয়ারটেল কলার টিউন সার্ভিসটি চালু করে রাখেন তাহলে আজকেই বন্ধ করে দিবেন। কারণ এতে আপনার ফোনের অতিরিক্ত টাকা নষ্ট হয়ে যায়। তাই টাকা সঞ্চয় আপনারা এ ধরনের এয়ার কলারটিউন আর ব্যবহার করবেন না বলে আশা করি।
কলার টিউন আপনাকে হয়তো সাময়িক আনন্দ দিতে পারে কিন্তু যে টাকাটা কেটে নেবে তা আর ফিরিয়ে দেওয়ার নয়। তাই আজকে আমাদের ওয়েবসাইটে নিজে থেকে এয়ারটেল কলার টিউন বন্ধ করার কোড জেনে নিন এবং সেই সকল সার্ভিস বন্ধ করে দিন।
এয়ারটেল কল ব্লক সেবা বন্ধ করার কোড
আপনাকে যদি কেউ বারবার বিরক্ত করে তাহলে আপনি কল ব্লক সার্ভিস এর সহায়তা গ্রহণ করতে পারেন। তবে আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে বলব যে, আপনারা ব্ল্যাকলিস্টে সহায়তা গ্রহণ করতে পারেন। তাহলে এয়ারটেল কল ব্লক সার্ভিস এর জন্য প্রতি সপ্তাহেই আপনাদের নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ হবে না।
আর যদি এয়ারটেল কল ব্লক সার্ভিস চালু করেই থাকেন তাহলে এই সেবাটি আজকে বন্ধ করে দিন। তার জন্য আপনাকে আপনার ফোনের ডায়াল এগিয়ে *১২১*৩*১৪# ডায়াল করে কল ব্লক সেবা বন্ধ করে দিন।
এয়ারটেল নিউজ এন্ড স্পোর্টস সেবা বন্ধ করার কোড
আপনার ফোনে কি মাঝে মাঝে এয়ারটেল নিউজ অ্যান্ড স্পোর্টস এবার চলে আসে। যদি আপনি এই সেবাটি বন্ধ করতে চান তাহলে আজকে বন্ধ করতে পারেন। তার জন্য আপনাকে এয়ারটেল নিউজ এন্ড স্পোর্টস সেবা বন্ধ করার কোড জানতে হবে।
এয়ারটেল নিউজ সার্ভিস বন্ধ করতে আপনাকে ডায়াল এ গিয়ে *১২১*৩*১০# ডায়াল করতে হবে। তাহলে আপনার এয়ারটেলের নিউ সার্ভিস বন্ধ হয়ে যাবে। আর যদি এয়ারটেলের স্পোর্টস বা ক্রিকেট সংবাদ সেবা বন্ধ করতে চান তাহলে ফোনের ডায়াল অপশনে গিয়ে *১২১*৩*৬# ডায়াল করবেন।
*আপনার এয়ারটেল সিমের যদি ধর্মীয় সর্তকতা সার্ভিস বন্ধ করতে চান তাহলে *১২৩*৩*৭# ডায়াল করতে হবে।
*যদি আপনার এয়ারটেল সিমে স্পোর্টস সার্ভিস চালু থেকে থাকে তাহলে আপনারা এই সার্ভিসটি বন্ধ করতে পারবেন।
এয়ারটেল স্কুল সার্ভিস বন্ধ করতে আপনারা *১২১*৩*৬# ডায়াল করবেন। তাহলে আপনাদের এয়ারটেল সিমে ক্রিকেট সংবাদ সেবা বন্ধ হয়ে যাবে।
*এয়ারটেল সিমে স্বাস্থ্য ও শিক্ষা এসএমএস সেবা যদি বন্ধ করতে চান তাহলে *১২১*৩*৮#ডায়াল করলেই বন্ধ হয়ে যাবে।
*মাঝেমধ্যে এয়ারটেল সিমে জোকস আসে। এই জোকস এর সেবা যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমাদের নিজস্ব এয়ারটেল সিম থেকে *১২১*৩*১৪# ডায়াল করতে হবে। তাহলে এয়ারটেল সিমের জোকস সেবাটি বন্ধ হয়ে যাবে।
*যদি আমরা আমাদের এয়ারটেল সিমের ইন্টেল বা রোম এসএমএস সেবা বন্ধ করতে চাই তাহলে আমাদের *১২১*৩*১৩# নাম্বারটি ডায়াল করতে হবে। তাহলে উপরে উল্লেখিত সেবাটি বন্ধ হয়ে যাবে।
*যদি আমরা আমাদের এয়ারটেল সিমে আবহাওয়ার পূর্বাভাস সেবা সম্পর্কিত কোন এসএমএস পাই তাহলে সেই সার্ভিসটি বন্ধ করা যাবে খুব সহজেই। আবহাওয়ার পূর্বাভাস সেবা বন্ধ করতে আপনাদের এয়ারটেল সিম থেকে *১২১*৩*১১# ডায়াল করতে হবে।
যদি এয়ারটেলের সকল সেবা সার্ভিস চালু করতে বা বন্ধ করতে চান তাহলে এই পোষ্টের সাহায্য গ্রহণ করতে পারেন। আরও যদি অন্যান্য সেবা আপনাদের ফোনে চালু থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান। তাছাড়া আপনারা সরাসরি কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। সর্বোপরি, অতিরিক্ত টাকা কেটে নেওয়া থেকে আপনারা মুক্তি পান এই কামনাই আমরা এই পোস্টটি লিখেছি। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।