এয়ারটেল মিনিট দেখার নিয়ম ও কোড

আমাদের ওয়েবসাইট থেকে এয়ারটেল মিনিট দেখার নিয়ম আজকে জেনে নিন। আপনি যদি আপনারা এয়ারটেল মিনিট দেখার নিয়ম জেনে নেন তাহলে এটি এমন সহজ প্রক্রিয়া যে আজীবনেও ভুলবেন না। যারা এয়ারটেল সিমে মিনিট কিনে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলেন তাদেরকে এয়ারটেল সিমের মিনিট অফার দেখার নিয়ম জানতে হবে।

কারণ আপনি যদি জেনে না থাকেন যে আপনার এয়ারটেল মিনিট কতটুকু অবশিষ্ট আছে তাহলে আপনার ব্যবহার করার ক্ষেত্রে সেটি সংগতিপূর্ণ হবে না। আপনার এয়ারটেল মিনিট যদি কম থাকে তাহলে আপনি সেই অনুযায়ী ব্যবহার করতে পারবেন এবং প্রয়োজনীয় মুহূর্তে এয়ারটেল মিনিট প্যাকেজ ব্যবহার করতে পারবেন আরও বেশি দিন ধরে। তাই প্রয়োজনের মুহূর্তে এয়ারটেল মিনিট সাশ্রয় করে পরবর্তীতে সেই মিনিট দিয়ে কথা বলার জন্য আপনাদের অবশ্যই এয়ারটেল মিনিট দেখার নিয়ম জানতে হবে।

বর্তমানে বাংলাদেশে এয়ারটেল সিম ব্যবহার কারীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পেয়ে চলেছে। মানুষ জন যারা অফলাইনে কথা বলেন অথবা ফোনের মিনিট কিনে কথা বলেন তারা অনেক সাশ্রয়ী মূল্যে কথা বলতে পারেন। কারণ এয়ারটেল সিমের ব্যালেন্স দিয়ে যদি আপনি কথা বলেন সেক্ষেত্রে আপনার বেশি টাকা খরচ হবে।

আর যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন এবং আগে থেকেই মিনিট প্যাকেজ কিনে থাকেন তাহলে আপনার জন্য কথা বলাটা খুবই সাশ্রয় হবে। তাই যারা এয়ারটেল মিনিট প্যাকেজ কিনে থাকেন তাদের নিয়মিত ভাবে এয়ারটেল মিনিট প্যাকেজ চেক করতে হয়। সেজন্য আমাদের ওয়েবসাইটে এয়ারটেল মিনিট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনারা আমাদের ওয়েবসাইটের নিচের দিক থেকে সাধারণ এয়ারটেল মিনিট দেখার নিয়ম এবং বোনাস এয়ারটেল মিনিট দেখার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।

আপনার এয়ারটেল মিনিট দেখার জন্য আপনাকে আপনার ফোনের ডায়াল অপশনে চলে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে একটি নির্ধারিত নাম্বার ডায়াল করতে হবে। সে নির্ধারিত নাম্বারটি হল *৭৭৮*০# । তারপরে আপনার এয়ারটেল সিমটি সিলেক্ট করে ডায়াল করে দেবেন। ডায়াল করার সাথে সাথে অর্থাৎ এক সেকেন্ডের ভিতর আপনার এয়ারটেল সিমে কত মিনিট রয়েছে এবং কত দিন মেয়াদ রয়েছে তা দেখতে পাবেন। সেই সাথে আপনার এয়ারটেল মিনিট প্যাকেজ যেদিন শেষ হবে সেদিন কোন সময় শেষ হবে তা উল্লেখ করা থাকবে।

উপরে উল্লেখিত মিনিট দেখার নিয়ম আপনারা মিনিট কিনে নেওয়ার ক্ষেত্রে দেখতে পাবেন। তবে যারা বোনাস বা অফারে মিনিট প্যাকেজ কিনবেন তারা মিনিট প্যাকেজ দেখার জন্য অন্য একটি পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনার অফারে বা বোন আছে যে মিনিট প্যাক কেনা থাকবে সেটাই দেখার জন্য আপনার ফোনের ডায়াল অপশন থেকে *৭৭৮*২৯# ডায়াল করতে হবে। তারপরে আপ্নারা বরাবরের মতই আপনার এয়ারটেল সিমটি সিলেক্ট করে আপনার এয়ারটেল মিনিট দেখতে পাবেন। আপনার এয়ারটেল সিমে যদি বোনাস মিনিট থেকে থাকে তাহলে দেখতে পাবেন।

আশা করছি যে, উপরে উল্লেখিত দেখানো নিয়ম অনুসারে এবং উল্লেখিত ডায়াল নাম্বার অনুসারে আপনারা এয়ারটেল মিনিট দেখতে সক্ষম হবেন। তাছাড়াও কারো যদি এয়ারটেল সিম সম্পর্কিত কোন ধরনের প্রশ্ন জানার থাকে তাহলে আমাদের ওয়েবসাইটের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের প্রশ্ন সন্ধিৎসু মনের উত্তর দেওয়ার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *