বিশ হাজার টাকার মধ্যে স্মার্টফোন

বিশ হাজার টাকা অনেকের কাছে অনেক কম টাকা আবার ২০ হাজার টাকা অনেকের কাছে অনেক বেশি টাকা। আপনি হাজার হাজার টাকা খেয়ে দেয়ে উড়িয়ে দিতে পারেন আপনার আফসোস হবে না। কিন্তু সে হাজার টাকায় যদি আপনি কোন কিছু কিনেন এবং সেটা কিন্তু আপনি ভুল করেন বা ঠকে যান তাহলে সেটা আপনার কাছে থাকা পর্যন্ত আপনার পস্তানোর শেষ থাকবে না। আজকে আমরা আপনাদের সেই উদ্দেশ্যকে সামনে রেখে জানাতে চলেছে বিশ হাজার টাকার মধ্যে কোন ফোন কিনলে আপনি ঠকবেন না।

২০ হাজার টাকার মধ্যে আপনি যদি কোন ফোন কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে থেকে বেশ একটি ফোনে কে ফলো করতে হবে। মূলত বর্তমান বাজারে সবথেকে বেশি চলছে কোন ফোন এবং আপডেট ফোন কোনটি আসতে চলেছে সেই দিকে নজর রেখে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ২০ হাজার টাকা দিয়ে কোন ফোন আপনি কিনবেন। সবমিলিয়ে আপনি যখন ফোন কেনার সিদ্ধান্তে পৌঁছাবেন তখন অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী একটি ফোন কেনার চেষ্টা করবেন। এবং আপনার এই কাজে আমরা আপনাদের সাহায্য করতে পারি।

বাংলাদেশের বাজারে বর্তমানে 20000 টাকার ফোন

আমরা আপনাদের এতটুকু সাহায্য করতে পারি যেখানে ২০ হাজার টাকা দিয়ে আপনি কোন ফোন কিনবেন তার বিভিন্ন তথ্য আমাদের এখানে আছে। আমরা বেশ কয়েকটি হয়ে তালিকা আপনাদের সামনে তুলে ধরব এবং আশা করব আপনারা এই তালিকা অনুযায়ী জানতে পারবেন সেই ফোনের কনফিগার সম্পর্কে। সব মিলিয়ে ফোন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কিনতে পারেন।

Samsung Galaxy M12

samsung galaxy সিরিজ এর m12 ফোন অত্যন্ত ভালো মানের একটি ফোন। যারা এই ফোনটি ইতিমধ্যে ব্যবহার করেছে তারা অবশ্যই আমার সঙ্গে একমত হবে। samsung কোম্পানি এই ফোনে ব্যবহার করেছে ৬.৫ ইঞ্চির একটি ডিসপ্লে এবং এখানে ব্যবহার করা হয়েছে samsung এর নিজস্ব এক্সিনোজ ৮৫০ চিপসেট। এছাড়াও আপনি ৪৮ মেগাপিক্সেলের ওয়ার্ড ক্যামেরা সেটআপ পাবেন মেইন ক্যামেরা তে এবং এর সঙ্গে থাকছে ১৩ পিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা। ৬০০০ মিলি এম্পিয়ার এর বড় ব্যাটারি লাইফ দিচ্ছে samsung এই ফোনে এবং সম্পূর্ণ ফোনের দাম শুধুমাত্র ১৮৪৯৯ টাকা।

realme 9i

আজকের এই ফোনটি বর্তমান বাজারে থাকা অত্যন্ত জনপ্রিয় একটি ফোন যেখানে স্ন্যাপ ড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া এর সঙ্গে আপনি পাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরার সেটআপ মেইন ক্যামেরা তে। স্টোরেজ হিসেবে আপনি যদি 4/64gb ভেরিয়েন্ট এর ফোন কিনতে চান তাহলে দাম পড়বে ১৭৪৯০ টাকা। তবে আপনি যদি 6/128 জিবি ভেরিয়েন্টের ফোনটি কিনতে চান তাহলে দাম পড়বে ১৯ হাজার ৪৯০ টাকা।

realme Narzo 50

রিয়েলমি কোম্পানির এই নতুন ভেরিয়েন্ট এর ফোনে কি কি থাকছে সেটা অবশ্যই জানার কৌতুহল অনেকের মধ্যে আছে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি ৯৬ এর প্রসেসর। যারা গেমিং অভিজ্ঞতা নিতে পছন্দ করেন তাদের জন্য এই ফোন একটি পারফেক্ট ফোন। এছাড়াও ৪জিবি রেম এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১১ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড রাম ব্যবহার করার সুবিধা। এখানে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেটআপ তৈরি করা হয়েছে এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৫০০০ মিলি আম্পিয়ারের ব্যাটারি সম্পর্কিত এই ফোনটি আপনি ক্রয় করতে পারবেন ১৬৪৯৯ টাকা দিয়ে ।

xiaomi redmi note 9

শাওমি রেডমি সিরিজের ভালো একটি ফোন হচ্ছে এটি যেখানে আপনি 4/64 gb ভেরিয়েন্ট এর এই ফোনটি ক্রয় করতে পারবেন 18 999 টাকা দিয়ে। এছাড়া আপনি চাইলে চার ১২৮ জিবি এই ফোন ব্যবহার করতে পারবেন উনিশ হাজার 999 টাকা দিয়ে । এখানে ব্যবহার করা হচ্ছে 6.53 ইঞ্চির ডিসপ্লে এবং ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। প্রসেসর হিসেবে মিডিয়াটেক এর শক্তিশালী হেলিক জি৮৫ প্রসেসর এবং ৫০২০ মেলে এম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *