১০০০০ টাকার মধ্যে ভাল মোবাইল বাংলাদেশ

বাংলাদেশের প্রেক্ষাপটে সবকিছুই পরিকল্পনা করলে একটু বাজেটের দিকে নজর আপনাকে দিতে হবে। স্বল্পোন্নত দেশটি আস্তে আস্তে মাথা ছেড়ে উঠছে তাই এই দেশের প্রত্যেকটি নাগরিক চেষ্টা করছে অল্প অল্প করে নিজের জীবনে উন্নতি আনতে। তাই সকলকেই সবকিছুর পেছনে একটু বাজেটের কথা চিন্তা করতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে 10000 টাকার মোবাইল হ্যান্ডসেট গুলোর বেশ চাহিদা রয়েছে তার কারণ হলো এটা সকলের সাধ্যের মধ্যে একটি বাজেট।

আজকে আমরা 10000 টাকার মধ্যে বাজেট ফ্রেন্ডলি এই মোবাইল হ্যান্ডসেট গুলোর কথা আপনাদের সঙ্গে আলোচনা করব এবং চেষ্টা করব এখানে দেশীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোর কথা আগে তুলে ধরতে। আপনারা এই তালিকা থেকে আপনাদের পছন্দ অনুযায়ী এবং আপনাদের চিন্তাভাবনা অনুযায়ী যে কোন একটি মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে পারেন। আরেকটি বড় ব্যাপার হলো এই মোবাইল হ্যান্ডসেট সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া থাকবে সে তথ্যগুলো শতভাগ সঠিক এবং আপনারা চাইলে এতেগুলো অন্যান্য মাধ্যমে যাচাইও করে নিতে পারেন।

10000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ

যেহেতু আমরা আজকে 10000 টাকার মধ্যে ভালো মানের কিছু মোবাইল যেগুলো বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো নিয়ে কথা বলব তাই আমাদের একটি বিষয় ভালোভাবে মাথায় রাখতে হবে। যে মোবাইলগুলো 10000 টাকার মধ্যে পাওয়া যায় এবং যেখানে বর্তমানে সকল ধরনের অত্যাধুনিক ফিচারসগুলো রয়েছে সেগুলোর কথায় আমরা মূলত এখানে তুলে ধরব। তার কারণ হচ্ছে আমরা অল্পতে অনেক কিছু পেতে চাই তাই এখানে এই বিষয়টি মাথায় রেখে আমাদের চলতে হবে।

symphony atom 2

symphony তাদের সিরিজের নতুন একটি ফোন যুক্ত করেছে যেখানে এটম দুই নামক এই মোবাইল সাড়া জাগিয়েছে। এখানে ডিসপ্লে রয়েছে ৬.৫২ ইঞ্চি এবং ইন্টার্নাল স্পেস রয়েছে ২ GB এবং ৩২ GB। ক্যামেরায় তারা ব্যবহার করেছে আর মেগাপিক্সেল ব্যাগ ও সেলফি ক্যামেরা এবং অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড এগারো গো এডিশন। আপনারা এখানে ফোরজি নেটওয়ার্কিং ব্যবস্থা পাবেন এবং সিকিউরিটি হিসাবে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। এতকিছু symphony শুধুমাত্র 7790 টাকায় আপনাকে দিচ্ছে।

infinix smart 5 pro

ইনফিনিক্স স্মার্ট ফাইভ প্রো মোবাইল হ্যান্ডসেটে রয়েছে ভালো মানের কিছু ফিচারস। ডিসপ্লে ৬.৫২ ইঞ্চির বড় ডিসপ্লে এবং স্টোরিজ 2 GB এবং ৩২ GB। এখানে ব্যবহার করা হয়েছে ব্যাক সেলফি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেলের। এই ফোনেও ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড ১১ গো এডিশন এবং ফোরজি পর্যন্ত নেটওয়ার্কিং পাবেন এখানে। ব্যাটারির ৬০০০ MH বড় ব্যাটারি যেটা আপনাকে দেবে অনেকক্ষন মোবাইল ব্যবহার করার অভিজ্ঞতা। এত অল্প টাকায় আপনাকে সিকিউরিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে ইনফিনিক্স কোম্পানি এবং ৮৯৯০ টাকা দিয়ে এই ফোন কেনা সুযোগ থাকছে।

techno spark go

টেকনো কোম্পানি সব সময় নতুন নতুন চমক নিয়ে আসছে বাংলাদেশের বাজারে। তাদের কাছে থাকা এই ফোনে আপনি পাবেন ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে এবং ব্যাক ক্যামেরা পাবেন ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন ৮ মেগাপিক্সেলের। এছাড়াও স্টোরেজ পাবেন ২ GB এবং ৩২ GB। এত অল্প টাকা দেও টেকনো দিচ্ছে এন্ড্রয়েড ১১ গো ভার্সন এর সুবিধা। এখানে 5000 MH এর ব্যাটারি আপনি পাচ্ছেন এবং ৯৯৯০ টাকায় এত সুন্দর মোবাইল হ্যান্ডসেট আপনার হাতে আসবে।

I tell vision 2 Plus

আইটেল কোম্পানিগুলো সব সময় বাজারে নতুন নতুন চমক নিয়ে আসে তার মধ্যে ভিশন 2 প্লাস হচ্ছে একটি। এখানে ৬.৮ ইঞ্চিতে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ক্যামেরা ব্যবহার করা হয়েছে 13 ও 3 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আইটেল সবসময় বড় ব্যাটারি লাইফ দেয় যেমন ৫০০০ মিলি আম্পিয়ারের এই ব্যাটারি। এখানে স্টোরেজ ৩ GB এবং ৬৪ GB এবং সম্পূর্ণ প্যাকেজের মূল্য শুধুমাত্র তারা ৯৯৯০ টাকা নির্ধারণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *