ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আয়তনের এ দেশটির ছোট হলেও জনসংখ্যায় বৃহৎ। যার ফলস্বরূপ এদেশের অন্যতম প্রধান সমস্যা হলো বেকারত্ব। প্রতিবছর লক্ষাধিক শিক্ষার্থীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে বের হচ্ছে। কিন্তু পড়াশোনা শেষ করার পর তারা চরম হতাশায় ভুগছে। এ সংকট নিরসনে দীর্ঘদিন যাবত আমাদের সরকার কাজ করে থাকলেও তা এখন পর্যন্ত সফল হয়নি। তাই আপনি যদি এই হতাশা থেকে বের হতে চান তাহলে পার্ট টাইম জব বেছে নিতে পারেন। আজকে আমরা আপনাদের পার্টটাইম জব সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরব।

পার্ট টাইম জব কি?

আর্টিকেল লেখার শুরুতেই আমরা আপনাদের পার্ট টাইম জব কেতা সম্পর্কে তথ্য তুলে ধরতে চাই। পার্টটাইম বলতে দিনের কোন একটি অংশে কে বোঝায়। অর্থাৎ পার্টটাইম জব বলতে ঐ সকল চাকরি কে বোঝায় যেগুলো আপনে দিনের একটা অংশ করে থাকেন। আমাদের দেশে সাধারণত দুইটি শিফটে পার্ট টাইম জব করা হয়।
পার্ট টাইম জব দুইটি পদ্ধতিতে করা যায় একটি হলো অনলাইন এবং অন্যটি হলো অফলাইন। আমরা আলোচনার দুটি বিষয় নিয়েই করব।

পার্ট টাইম জব অনলাইন

তথ্য প্রযুক্তির অগ্রগতির জন্য বর্তমানে আমরা খুব সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারছি। ইন্টারনেট এখন আমাদের কাছে এত সহজলভ্য যে বাংলাদেশের এমন কোন প্রান্ত নেই যেখানে ইন্টারনেট সেবা পৌঁছায়নি। বর্তমান সময়ে ঘরে বসে থেকেই ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে বিভিন্ন ধরনের জব করা যায়।
পার্ট টাইম জব অনলাইন
আপনি কি জানেন অনলাইনে কিভাবে পার্ট টাইম জব করতে হয় বা করা যায়। আপনি যদি জেনে না থাকেন তাহলে আপনাকে জানার জন্য আমরা বিস্তারিত আলোচনা করব।
ফ্রিল্যান্সিং
বর্তমান সময়ে সবচেয়ে কথিত যে নামটি আমরা শুনতে পাই তা হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনি চাইলে একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন। একজন ফ্রিল্যান্সার তার দক্ষতার মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে প্রচুর টাকা আয় করতে পারেন। ফ্রিল্যান্সিং করে কিভাবে টাকা আয় করা যায় তা আপনাদের জানাতে চলেছি।
ইউটিউব
youtube
বর্তমান বিশ্বের তুমুল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এর মাধ্যমে একজন ব্যক্তি টাকা উপার্জন করতে পারেন। তবে এক্ষেত্রে আপনি যে বিষয়ে অভিজ্ঞ কনটেন্ট নিয়ে কাজ করলে বেশি সফলতা পেতে পারেন। ছাত্র অবস্থায় পার্ট টাইম জব হিসেবে এটি অন্যতম একটি মাধ্যম।
যেহেতু আপনি একজন ছাত্র তাই আপনি আপনার ছাত্রজীবনের আলোকে বিভিন্ন ধরনের কনটেন্ট ইউটিউবে আপলোড করতে পারেন যেমন আপনি যদি গণিত ইংরেজি বিষয়ে দক্ষ হয়ে থাকেন তাহলে গণিত এবং ইংরেজির বিভিন্ন ধরনের সমস্যার সমাধান ভিডিও করে তা এই জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইটে শেয়ার করতে পারেন।
অতঃপর ইউটিউব কর্তৃপক্ষ আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করার মাধ্যমে এডসেন্স এডসেন্স অ্যাপ্রুভ করতে পারে। গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্রভে হওয়ার পরে আপনি আপনার ভিডিও শেয়ারিং এর মাধ্যমে টাকা আয় করতে পারবেন। অন্যদিকে অনেক মেয়ে রয়েছে যারা পার্ট টাইম জব করতে ইচ্ছুক তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ-সুবিধা। রান্নাবান্না বিষয়ে তাদের অভিজ্ঞতা থাকার কারণে তারা সেই অনুসারে ভিডিও তৈরি করে তা ইউটিউবে আপলোড করে তা থেকে অর্থ উপার্জন করতে পারে।
ব্লগিং
আপনার যদি বাংলা ও ইংরেজিতে ভালো দক্ষতা থাকে তাহলে আপনি ব্লগিং করতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে লিখালিখিতে বেশ দক্ষ হওয়া প্রয়োজন। আপনি একটি ওয়েবসাইট তৈরি করে তাতে নিয়মিত কনটেন্ট লেখার মাধ্যমে গুগল এডসেন্স এড করে বিরাট অংকের টাকা আয় করতে পারেন। এটা যদিও ইউটিউব এর মত তবে এ দুইটার মধ্যে পার্থক্য রয়েছে ইউটিউবে আপনাকে ভিডিও শেয়ারিং এর মাধ্যমে টাকা আয় করতে হয় আর ব্লগিংয়ে আপনাকে লেখালেখির মাধ্যমে টাকা আয় করতে হবে। তাই আপনি চাইলে একসাথে দুটো কাজই করতে পারেন।

পার্ট টাইম জব অফলাইন

উপরের অংশে আমরা আপনাদের অনলাইনে পার্ট টাইম জব এর মাধ্যমে আয় করার বেশ কিছু তথ্য উপস্থাপন করেছে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও ছাত্রছাত্রীরা পার্ট টাইম জব এর মাধ্যমে টাকা আয় করতে পারে। পার্ট টাইম জব এর মাধ্যমে অফলাইনে কিভাবে টাকা আয় করতে হয় তার বিস্তারিত তথ্য আলোচনার এই অংশে তুলে ধরা হবে।
টিউশনি
ছাত্রজীবনে অথবা পড়াশোনা শেষ করার পর আমরা পার্ট টাইম জব হিসেবে টিউশনি কে বেছে নিতে পারি। তবে ছাত্রজীবনে বেশিরভাগ ছাত্রছাত্রীরা একটি সৈনিকের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করে। আপনি বিভিন্ন ধরনের প্রাইভেট টিউশনি করতে পারেন বাসায় গিয়ে বিভিন্ন ক্লাসের ছাত্র ছাত্রীদের পড়ে অথবা নিজে একটি কোচিং সেন্টার খুলে।
তবে আপনি যদি গনিত ইংরেজি বিষয়ে দক্ষ হন পাশাপাশি বিজ্ঞান বিভাগে যে সকল বিষয়গুলো রয়েছে যেমন ফিজিক্স কেমিস্ট্রি একাউন্টিং সহ অন্যান্য বিষয় তাহলে আপনি খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা অর্জন করবেন। টিউশনিতে শুধুমাত্র আপনার আর্থিক সহায়তা করবে তা নয়
আপনি যদি কোন শ্রেণীর ছাত্রকে পরান তাহলে আপনার সেই শ্রেণির বইয়ের সম্পর্কে সম্পূর্ণ ধারণা আয়ত্ত হয়ে যাবে। যার ফলে আপনি পরবর্তীতে কোন চাকরির পরীক্ষা উর্ত্তীন্ন হতে পারে। তাই ছাত্রজীবনে আপনি অবশ্যই টিউশনি পার্ট টাইম জবটি পছন্দের তালিকায় রাখতে পারেন।
চালক
তথ্য প্রযুক্তির উন্নতির কারণে এখন আমরা ঘরে বসে থেকেই অনলাইনে কেনাবেচা করে থাকে। এখন আপনি চাইলে ঘরে বসে থেকে যেকোনো ধরনের খাবার অর্ডার করতে পারেন তাছাড়া আপনি এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে একটি ট্যাক্সি ভাড়া করতে পারেন।
তো এই সকল উন্নতির কারণে আমাদের দেশে বেশ কিছু অনলাইন সেবা চালু হয়েছে। যেমন ফুড পান্ডা উবার হাংরি নাকি ইত্যাদি। এসকল কোম্পানির পণ্য ডেলিভারি করার জন্য নিয়মিত লোক নিয়োগ করা হয়। আপনি চাইলে এই পার্ট টাইম জবটি বেছে নিতে পারেন। তবে মনে রাখবেন যেহেতু ইহা একটি চালকের জব আপনার অবশ্যই বাইক অথবা সাইকেল থাকা লাগবে।
ফটোগ্রাফি
ফটোগ্রাফি সাধারণত এক ধরনের সৌখিন পেশা। তবে আপনার অবশ্যই একটি ডিএসএলআর অথবা দামি ক্যামেরা থাকা প্রয়োজন। পাশাপাশি আপনাকে ফটো এডিটিং এ দক্ষ হওয়া জরুরী। ফটোগ্রাফির মাধ্যমে আপনি টাকা আয় করতে পারেন অনলাইন ও অফলাইনে উভয় ক্ষেত্রে থেকেই। আপনার ধারণকৃত ছবি যদি কোন কোম্পানি পছন্দ হয়ে থাকে তাহলে তারা আপনাকে তাদের কোম্পানির প্রমোশনের জন্য চাকরি দিতে ইচ্ছুক।
তাছাড়া আপনি যদি ভাল ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে বিভিন্ন বিয়ে বাড়ি ও অন্যান্য অনুষ্ঠানের ছবি তুলে টাকা আয় করতে পারেন। পাশাপাশি আমাদের দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র যেমন কক্সবাজার সমুদ্রসৈকতে ফটোগ্রাফির বিপুল চাহিদা রয়েছে। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি আপনার ছবি আপলোড করতে পারেন। উক্ত ওয়েবসাইট যদি আপনার ধারণকৃত ছবি পছন্দ করে তাহলে আপনার ছবিতে তারা আপনার থেকে টাকা দিয়ে কিনে নিতে পারে।
শেষ কথা
পরিশেষে বলতে চাই একজন দক্ষ ব্যক্তির কাছে পার্ট টাইম জব পাওয়া কঠিন কিছু নয়। তাই হতাশ না হয়ে একবার সুস্থ মস্তিষ্কে চিন্তা করে আপনি আপনার পছন্দের পার্ট টাইম জব ঠিক খুঁজে বের করে দিন। আশা করবো আপনি খুব তাড়াতাড়ি সফল হবেন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *