জিপির সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২১

বাংলাদেশের জিপি বা গ্রামীণফোন সিম ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। আগে থেকেই এই সিম কোম্পানি ভালো মানের নেটওয়ার্ক এবং ইন্টারনেট-সেবা দেওয়ার কারণে জনগণ এই সিমটি ব্যবহার করে থাকে। জিপি সিম কোম্পানি আমাদের মাঝে মধ্যে বিভিন্ন ধরনের এসএমএস দিয়ে থাকে। এসকল এসএমএসে আমাদের বিভিন্ন সেবা প্রদান করা হয়ে থাকে। অনেকে না জেনে বা বুঝিয়ে সকল সেবা চালু করে ফেলে। পরবর্তীতে নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেওয়া হয়।

আপনি যদি লক্ষ্য করেন আপনার সিমের যদি আপনি টাকা পড়েন এবং নির্দিষ্ট সময় পরে সেই টাকা আপনার আপনি কেটে নেয় তাহলে বুঝবেন যে আপনার কোন একটি সার্ভিস চালু হয়ে রয়েছে। এ ধরনের সমস্যার কারণে আপনার ফোনে টাকা রিচার্জ করলেই আপনি টাকা পরবর্তীতে আর খুঁজে পাবেন না। এটি একটি বিরক্তিকর বিষয়। তাই এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের জিপি সিমের সকল সার্ভিস বন্ধ করার কোড জানতে হবে।

সেজন্য আমাদের ওয়েবসাইটে গ্রামীনফোনের সকল সার্ভিস বন্ধ করার কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা আমাদের ওয়েবসাইটের নিচে গেলে জিপি বা গ্রামীণফোন সিমের সকল সার্ভিস বন্ধ করার কোড সম্পর্কে জানতে পারবেন। আর যে সকল দিক নির্দেশনা দেয়া হয়েছে তা যদি মেনে চলেন এবং কাজ করেন তাহলে আপনাদের সে সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে।

ফলে পরবর্তীতে আপনাদের ফোন থেকে আর কোন টাকা কেটে নেওয়া হবে না। তো চলুন আমরা নিচে গিয়ে জিপি বা গ্রামীনফোনের সকল সার্ভিস বন্ধ করার কোড নির্ভুলভাবে জেনে নেই।

গ্রামীন সিমের সকল সার্ভিস বন্ধ করার কোড

আপনি যদি বুঝতে পারেন বা মনে করেন যে আপনার সিমে টাকা রিচার্জ করার পর সেই টাকা কেটে নেওয়া হচ্ছে তাহলে বুঝবেন যে আপনার ফোনে কোন একটি সার্ভিস আপনার অজান্তে বা সজ্ঞানে চালু হয়ে গিয়েছে। ফলে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই সমস্যা থেকে যদি আপনার মুক্তি পেতে চান তাহলে আপনাকে নির্ণয় করতে হবে যে আপনি কোন ধরনের সার্ভিস চালু করেছেন। এক্ষেত্রে আপনারা সহজ একটি পদ্ধতি কাজে লাগাতে পারেন।

তার জন্য আপনাদের জানতে হবে জিপির সকল সার্ভিস বন্ধ করার মাস্টার ইউএসএসডি নাম্বার। আপনারা যদি ইউএসএসডি নাম্বারটি জেনে নিতে পারেন তাহলে আপনাদের ফোনে চালু হওয়া সকল সার্ভিস আপনি এক নিমিষেই বন্ধ করে দিতে পারবেন। তার জন্য আপনাকে এই ইউএসএসডি নাম্বারটি দেয়া হলো।

আপনারা সমস্ত ও প্রয়োজনীয় সেবা যদি বন্ধ করতে চান তাহলে আপনাদের প্রথমে মেসেজ অপশনে যেতে হবে। মেসেজ অপশনে গিয়ে আপনারা ইংরেজিতে stop লিখবেন। লেখা হয়ে গেলে আপনারা তা 2332 নাম্বারে পাঠিয়ে দিবেন। তাহলে আপনাদের ফোনের সকল অপ্রয়োজনীয়’ এবং অহেতুক সেবা বন্ধ হয়ে যাবে এবং আপনার ফোন অতিরিক্ত টাকা কেটে নেওয়া থেকে বেঁচে যাবে।

জিপির ওয়েলকাম টিউন বন্ধ করার কোড

মাঝে মাঝে আপনাদের ফোনে ফোন কল আসে। জিপি সিমে মাঝেমধ্যে ফোন কল দিয়ে অন্য একটি সুন্দর গান শোনানো হয়। আপনাকে জানানো হয় যদি আপনার এই ওয়েলকাম টিউনটি পছন্দ হয় তাহলে এত নাম্বার ডায়াল করে আপনার ফোনে সেট করুন। হয়তো সেই সময়টি সাত দিনের জন্য বা তিন দিনের জন্য ফ্রিতে দেওয়া হয়।

কিন্তু পরবর্তীতে সময় শেষ হয়ে গেলে আপনার ফোন থেকে ঠিকই ওয়েলকাম টিউনের চার্জ কেটে নেওয়া হয়। তাছাড়া আপনি ধরুন কোন একটি ওয়েলকামটিউন চালু করেছেন এবং এখন সেটি আর ব্যবহার করতে চাচ্ছেন না।

তার জন্য আপনাকে জিপির ওয়েলকাম টিউন সার্ভিস বন্ধ করতে হবে। জিপির বা গ্রামীনফোনের ওয়েলকাম টিউন বন্ধ করার জন্য আপনাদের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে stop লিখতে হবে। তারপরে সেটি পাঠিয়ে দিতে হবে 4000 নম্বরে। তারপরে আপনার ফোনে একটি ফিরতি এসএমএসে সে আপনাকে কনফার্মেশন করা হবে যে আপনার সেবাটি বন্ধ হয়েছে।

জিপির কল ব্লক সার্ভিস বন্ধ করার কোড

আপনাকে যদি মাঝে মধ্যে কেউ কল করে বিরক্ত করে তাহলে আপনি সে বিরক্তি কাটানোর জন্য হয়তো কল ব্লক সার্ভিস এর সাহায্য গ্রহণ করতে পারেন। তবে প্রত্যেকটি কল ব্লক সার্ভিস এর নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেওয়া হয়। আপনি যদি মনে করেন আপনার এ কল ব্লক সার্ভিস টি আর প্রয়োজন নেই এবং আপনার জন্য এটি ব্যয়বহুল তাহলে আপনি কল ব্লক সার্ভিস বন্ধ করে দিতে পারেন। আপনি আপনার জিপি সিম থেকে নিজেই কল ব্লক সার্ভিস বন্ধ করে দিতে পারবেন।

আপনার আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আপনারা কল ব্লক সার্ভিস বন্ধ করে দিতে ফোনের মেসেজ অপশনে গিয়ে stop CB লিখবেন। তারপর সেটি পাঠিয়ে দিবেন 5678 নাম্বারে। অবশ্যই আপনাকে সেই সিম থেকে এসএমএস পাঠাতে হবে যে সিম থেকে আপনি কল ব্লক সার্ভিস টি চালু করেছেন। তাহলে আপনি সফলভাবে কল ব্লক সার্ভিস বন্ধ করতে পারবেন।

জিপির নিউজ স্পোর্টস সার্ভিস বন্ধ করার কোড

অনেক সময় আমাদের ফোনে জিপির নিউজ স্পোর্টস সার্ভিসের জন্য মেসেজ আসে। আমরা ভেবে থাকি যে হাতে ফোন নিয়ে যদি সকল নিউজ স্পোর্টস এর খবর পেতে পারি তাহলে খুব সুবিধা হয়। এ ভেবে আমরা নিউজ স্পোর্টস সার্ভিস চালু করে থাকি। একটা সময় যদি আপনি মনে করে থাকেন যে নিউজ স্পোর্টসের সার্ভিস আপনার আর প্রয়োজন নেই তাহলে আপনি খুব সহজেই গ্রামীণফোনের নিউজ স্পর্ট সার্ভিস বন্ধ করতে পারবেন।

গ্রামীণফোনের নিউজ স্পোর্ট সার্ভিস বন্ধ করার জন্য আপনাকে নিজের ওপর সার্ভিস বন্ধ করার কোড জানতে। আপনাকে নিউজ স্পোর্টস সার্ভিস বন্ধ করার জন্য ফোনের ম্যাসেজ অপশনে যেতে হবে। সেখানে গিয়ে আপনারা ইংরেজিতে stop sn লিখে 2002 নাম্বারে পাঠিয়ে দিবেন। তাহলেই আপনাদের ফোনে নিউজ স্পোর্ট সার্ভিসটি বন্ধ হয়ে যাবে।

জিপির মিসকল এলার্ট সার্ভিস বন্ধ করার কোড

আপনার ফোনে যদি মিসকল এলার্ট সার্ভিস চালু হয়ে থাকে তাহলে আপনি মিসকল এলার্ট সার্ভিস বন্ধ করতে পারেন। মিসকল এলার্ট সার্ভিস হয়তো আপনার ফোনে এসএমএস আসার কারণে কমবে আপনি কোন কারণে চালু করে ফেলেছেন। বারে বারে গ্রামীন সিম থেকে টাকা কেটে নেওয়ার জন্য আপনি আর্থিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং মনে করছেন এটি আপনার প্রয়োজন নেই।

তাই আপনি মিসকল এলার্ট সার্ভিস বন্ধ করার জন্য আপনাকে ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে stop MCA লিখেছে 6202 নাম্বারে পাঠিয়ে দিতে হবে। তাহলে আপনার ফোনের মিসকল এলার্ট সার্ভিস আপনা আপনি বন্ধ হয়ে যাবে।

*জিপি বা গ্রামীণফোন সিমে যদি আপনার ইন্টারনেট সার্ভিস নিয়োগ করা থাকে তাহলে আপনারা এই সার্ভিস বাতিল করতে পারবেন। তার জন্য আপনাকে *৫০০*৪# ডায়াল করে সার্ভিসটি বন্ধ করতে হবে।

*আপনারা জিপি বা গ্রামীণফোন সিমে যদি ফেসবুক সেবা বন্ধ করতে চান তাহলে বন্ধ করতে পারবেন। আপনার জিপি বা গ্রামীণফোন সিমে ফেসবুক সেবা বন্ধ করার জন্য ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে স্টপ লিখতে হবে। তারপরে সেটি ৩২৬৬৫ নাম্বারে পাঠিয়ে দিতে হবে। তাহলে আপনার ফেসবুক সেবাটি বন্ধ হয়ে যাবে।

*মোবাইল টুইটার ইন সেবা যদি আপনি আনসাবস্ক্রাইব করতে চান তাহলে করতে পারবেন খুব সহজেই। তার জন্য আপনাকে ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে ইংরেজিতে স্টপ লিখতে হবে। এবং সেটা পাঠিয়ে দিতে হবে ৯৫৯৪ নাম্বারে।

*আপনার ফোনে যদি ক্রিকেট নিউজ সেবা চালু হয়ে থাকে তাহলে বন্ধ করতে পারবেন। তার জন্য আপনাকে stop cric লিখে ২০০২ নম্বরে পাঠাতে হবে। তাহলে পরবর্তীতে আপনার ফোনে খেলা নিউজ সেবা আর আসবেনা।

*মিউজিক সেবা নিউজ যদি আপনার ফোনে চালু হয়ে থাকে তাহলে আপনারা এই সেবাটি বন্ধ করতে পারবেন। তার জন্য আপনাকে ফোনের ম্যাসেজ অপশনে যেতে হবে। সেখানে stop dB লিখে পাঠিয়ে দিতে হবে ৪০০১ নাম্বারে।

*ফোনের ইমেইল সেবা অফ করতে আপনারা ফোনের ম্যাসেজ অপশনে যাবেন। সেখানে e-bill লিখে পাঠিয়ে দিবেন ২০০০ নাম্বারে। তাহলে আপনাদের ফোনের এই সেবাটি বন্ধ হয়ে যাবে।

*আপনার ফোনে যদি নামাজের সময়কালের সেবা চালু থাকে তাহলে আপনারা যদি এই সেবাটি বন্ধ করতে চান তাহলে বন্ধ করতে পারবেন। এই সেবাটি বন্ধ করতে আপনাদের stop লিখে পাঠিয়ে দিতে হবে ২২০০ নাম্বারে। সঠিকভাবে এ নাম্বারটা পাঠাতে পারলে আপনাদের সেবা টি বন্ধ হয়ে যাবে।

*হাদিস শরীফ সম্পর্কে বিভিন্ন ধরনের মেসেজ আমাদের ফোনে আসে। এই হাদিস সম্পর্কে যে সেবা আমাদের ফোনে আসে তা যদি বন্ধ করতে চাই তাহলে আমাদের ফোনের ম্যাসেজ অপশনে যেতে হবে। সেখানে আমাদেরকে stop h লিখে পাঠিয়ে দিতে হবে ২২০০ নম্বরে।

আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনারা গ্রামীণফোনের ও প্রয়োজনীয় সকল সার্ভিস বন্ধ করতে সক্ষম হবেন। এ ধরনের সার্ভিস পেতে আপনারা আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন। আপনাদের যদি অন্য সিমের সকল সার্ভিস বন্ধ করার ইচ্ছা পোষণ করে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইটের সূচিপত্র দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *