আপনারা যারা বাংলালিংক গ্রাহক রয়েছেন তারা অনেকেই আমাদের ওয়েবসাইটের নিয়মিত ভিজিট করেন। আমরা প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে বাংলালিংক সম্পর্কে যাবতীয় আপডেট তথ্য তুলে ধরি এবং ধরার চেষ্টা করি সেহেতু পাঠকবৃন্দেরাও আমাদের থেকে অনেক কিছু আশা করেন। তাই তারা কমেন্ট বক্সে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য জানতে চান। অনেকে জানতে চেয়ে ছিলেন বাংলালিংক এর সিম নম্বর কত দিয়ে দেখতে হয়। অর্থাৎ আপনি যে বাংলালিংক সিম টি ব্যবহার করছেন সেই সিম টি নম্বর আপনি কিভাবে চেক করে নিতে পারবেন। আজকে আমরা আমাদের এই পোষ্টের মাধ্যমে সেই বিষয়টি একদম ক্লিয়ার করে দেব এবং সেই কোডটি ও আপনাদের বলে দেবো।
বাংলালিংক সিম এর নিজস্ব নাম্বার চেক করা কেন প্রয়োজন
- আপনি অনেক সময় আপনার সিম নম্বরটি অনেক ক্ষেত্রে ব্যবহার করেন। বিষয়টা এমন নয় যে আমি একবারে সিম কিনলাম এবং সেই নম্বরটি শুধুমাত্র একবারই ব্যবহার করলাম এবং সেই নম্বরটি পরবর্তীতে আমার আর কোন কাজে আসলো না। এখন পর্যন্ত প্রতিটা ধাপে ধাপে প্রয়োজন পড়ে সিম নম্বর এর। তাই এই সিম নম্বর এর প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। তার পরেও যারা এই নম্বরটি ভুলে যান অথবা জানেন না জানতে আগ্রহী তাদের জন্য এটি আরও বেশি প্রয়োজনীয়।
- অনেক সময় নানান কারণে একজন ব্যাক্তি তার সিম নাম্বার ভুলে যেতে পারেন। বাংলালিংক গ্রাহকরা যদি সিম নাম্বার ভুলে যান তাহলে তার নিজের মোবাইলে নিজে রিচার্জ করতে পারবেন না। রিচার্জ করার জন্য তখন আপনাকে নম্বরটি খুঁজে বের করার জন্য অন্য একজনের শরণাপন্ন হতে হবে। যার কারণে নাম্বার চেক কোড জানা আপনার অত্যন্ত প্রয়োজন।
- এছাড়াও অনেক সময় এমন হয় নতুন সিম কিনলে আপনি সিম নাম্বার টি জানেন না। নতুন বাংলালিংক সিম কেনার পর যদি আপনি বাংলালিংকের নতুন সিম অফার এর প্যাকেজ গুলো নিতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই সিমের নাম্বার টি জানতে হবে। ঠিক তখনি আপনার প্রয়োজন পড়বে বাংলালিংক এর নিজস্ব নাম্বার চেক কোড এর।
- এছাড়া অনেক সময় আমরা সিম হারিয়ে ফেলি বা অনেকেই রয়েছেন যারা সিমের নাম্বার মুখস্ত করতে পারিনা। বাংলালিংক গ্রাহক যারা সিমের নাম্বার মুখস্ত রাখতে পারেন না বা সিম হারিয়ে ফেলেন তাদের জন্য বাংলালিংক একটি সুবিধা রেখেছে সেটি হল নিজস্ব সিম নাম্বার চেক করার কোড। এই কোডটি জানা এবং ব্যবহার করার নিয়ম জানা অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস।
বাংলালিংক নম্বর দেখবেন কত দিয়ে
আপনি যদি বাংলালিংক গ্রাহক হয়ে বাংলালিংক নম্বরটি না জানেন তাহলে এর থেকে কষ্টের বিষয় আর থাকেনা। অবশ্যই আপনাকে ঝটপট বাংলালিংক নাম্বার টি জানতে হবে এবং তার জন্য প্রয়োজন পডরবে আপনার বাংলালিংক নাম্বার দেখার কোড টি। আপনি শুধুমাত্র একটি কোড ডায়াল করবেন এবং সঙ্গে সঙ্গেই আপনি সেই বাংলালিংক নাম্বার টি আপনার সামনে দেখতে পাবেন।
- আপনি প্রথমত আপনার যেই সিম নম্বরটি চেক করতে চাচ্ছেন সেই সিম টি একটি সচল মোবাইল হ্যান্ডসেটে প্রবেশ করান এবং সেই মোবাইল হ্যান্ডসেটের ডায়াল অপশনে চলে যান। সেখান থেকে আপনি *551# এই ইউএসএসডি কোড ডায়াল করুন। এই ইউএসএসডি কোড টি হল বাংলালিংকের নিজস্ব নাম্বার চেক কোড। আপনি যখন *551# এই ইউএসএসডি চেক করতে ডায়াল করবেন তখন সঙ্গে সঙ্গে আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে বাংলালিংক সিমের নাম্বার। আপনি তখন সিমের নাম্বার টি দেখে নিয়ে আপনার কাজটি সারতে পারেন।
তবে সকল পাঠকদের উদ্দেশ্যে আমার শেষ কথা এই যে আপনারা অবশ্যই আমাদের এই পদ্ধতি অনুযায়ী আপনার সিমের নম্বর টি দেখবেন তবে বারবার নয়। সবথেকে গুরুত্বপূর্ন এই নাম্বারটি আপনারা একবার দেখে নিবেন এবং নম্বর দেখার পদ্ধতিটিও একবার দেখে নিবেন। কারণ এটি বারবার দেখা অত্যন্ত সময়সাপেক্ষ, তাই একবার দেখে সে পদ্ধতি ভালোভাবে শিখে নিবেন, এবং নাম্বারটিও ভালোভাবে মুখস্ত করে নিবেন, যাতে করে আপনার সময় নষ্ট না হয়।