বাংলালিংক সিম 4G করার নিয়ম - থ্রিজি থেকে ফোরজি

বাংলালিংক সিম 4g করার নিয়ম আমাদের ওয়েবসাইট থেকে জানতে পারবেন। যাদের বর্তমান বাংলালিংক সিমকে 3g অথবা টুজি অবস্থায় রয়েছে তারা চাইলেই বাংলালিংক সিম 4g করে নিতে পারেন। আপনাদের বাংলালিংক সিমকে 4g করার জন্য আপনাদের কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। তাহলে আপনারা নিজেরাই বাংলালিংক সিমকে 4g করে নিতে পারবেন। আমরা যদি বাংলালিংক সিম 4g করার নিয়ম জানতে আগ্রহী হই তাহলে চলুন আমাদের ওয়েবসাইটের নিচের দিক থেকে তা জেনে নিই।

আমরা অনেকেই আছি যারা বাংলালিঙ্ক সিম 3g অবস্থায় ব্যবহার করছি। কিন্তু বর্তমানে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেটের যুগে আপনার থ্রিজি সিম পেতে খুব একটা স্পিড পাবে না। তাছাড়া আপনি যদি উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সেবা পেতে চান তাহলে অবশ্যই আপনার বর্তমান সিম থেকে ফোরজি সিম এ পরিণত করতে হবে।

অর্থাৎ আপনার সিমের নাম্বার একই থাকবে কিন্তু আপনার সিমটি 4g হয়ে যাবে। একটা ফোরজি সিম এ যে সকল সুবিধা পেয়ে থাকে সে সকল সুবিধা আপনার এই সিমেও পেয়ে যাবেন। তো যারা বর্তমানে থ্রিজি থেকে ফোরজি করতে চাচ্ছেন এবং সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে বাংলালিংক সিম 4g করার নিয়ম জেনে নিন।

আপনি যদি আপনার বাংলালিংক সিম কি 4g তে পরিণত করতে চান তাহলে আপনার সিমটিকে রিপ্লেসমেন্ট করতে হবে। প্রত্যেকটি অপারেটরের সিম কার্ড কেউ যদি 4g তে রুপান্তর করার ইচ্ছা প্রকাশ করে থাকেন তাহলে আপনারা সিম রেপ্লেসমেন্ট করার জন্য আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে যাবেন।

সে ক্ষেত্রে আপনারা যদি আপনাদের বাংলালিংক সিমটি 4g তে পরিণত করতে চান, তাহলে আপনার নিকটস্থ কাস্টমার কেয়ার এ যাবেন। সেখানে গিয়ে আপনারা আপনার সিম 4g তে রুপান্তর করতে চাচ্ছেন বলে জানাবেন তাদেরকে। তাহলে আপনার বাংলালিংক সিমকে 4g তে পরিণত করার জন্য তারা আপনাকে সাহায্য করবে।

আর জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বসবাস করেন তারা বাংলালিংক সিম রিপ্লেসমেন্ট করার জন্য আপনাদের নিকটস্থ বায়োমেট্রিক্স রিটেইলার পয়েন্ট এ যোগাযোগ করবেন। তাছাড়া যে সকল দোকানে টাকা রিচার্জ করা হয় তাদেরকে বলে রাখলেও তারা বাংলালিংক সিমের প্রতিনিধিগণের সঙ্গে আপনার সিম 4g রেপ্লেসমেন্ট করার ব্যাপারে কথা বলে রাখবে।

তাদের দেওয়া নির্দিষ্ট দিনে আপনারা আপনাদের বাংলালিংক সিম 4g তে রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন। আপনারা যদি আপনাদের বাংলালিংক সিম রিপ্লেসমেন্ট করে নিতে চান তাহলে তার ফি বাবদ 200 টাকা কাস্টমার কেয়ারে অথবা প্রতিনিধিগণকে প্রদান করতে হবে।

আর যদি আপনারা আপনাদের বাংলালিংক সিম ফ্রীতে ফোরজি করতে চান তাহলে আপনাদের কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। এক্ষেত্রে আপনাদের বর্তমান থ্রিজি সিম টি দিয়ে আপনারা কিছু দিন আপনাদের ফোরজি হ্যান্ডসেট চালাবেন। দুইটি অথবা একটি বাংলালিংক এর ইন্টারনেট প্যাকেজ কিনে নিলে আপনারা বাংলালিংক সিম 4g করার আওতাভুক্ত হবেন। তাছাড়া আপনারা যদি আরো নিশ্চিত হতে চান তাহলে জেনে নিতে পারবেন যে আপনাদের বাংলালিনক সিম টি সম্পূর্ণ বিনামূল্যে ফোরজি করা যাবে কিনা।

আপনার যদি টাকার সাশ্রয় করার ইচ্ছা থাকে তাহলে আপনি আপনার বাংলালিংক সিম দিয়ে ফ্রীতে রিপ্লেসমেন্ট অথবা 4g করে নিবেন। তার জন্য আপনার ডায়াল অপশনে গিয়ে ডায়াল করতে হবে *৫০০০*৪০# । তাহলে আপনাদের ফোনে একটি ইন্টারফেস চলে আসবে এবং সেখানে জানিয়ে দেয়া হবে আপনার ব্যবহারকৃত সিমটি ফ্রিতে 4g করা যাবে কিনা।

উপরে উল্লেখিত নিয়ম অনুসরণ করে যদি আপনাদের বাংলালিংক সিম 4g করা যাবে কিনা সম্পর্কে তথ্য না পান তাহলে আপনারা আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। তার জন্য আপনাদের ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে আপনাদের বাংলালিংক সিম থেকে Free4g টাইপ করে পাঠিয়ে দিতে হবে 2500 নাম্বারে। তাহলে আপনাদের ফোনে একটি ফিরতি এসএমএসে এসে জানিয়ে দেওয়া হবে আপনাদের বাংলালিংক সিম 4g ফ্রিতে করতে পারবেন কিনা।

উপরে উল্লেখিত পদ্ধতি গ্রহণ করে যদি আপনারা বুঝতে পারেন বা জানতে পারেন যে আপনাদের বাংলালিংক সিম 4g করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে তাহলে আপনারা আপনাদের নিকটস্থ রিচার্জের দোকান অথবা কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন। তাহলে তারা তাদের সুবিধা মত অর্থাৎ অফিশিয়াল ডেট অনুযায়ী আপনাদের বাংলালিংক সিম 4g করে দিবে। আপনাদের পূর্বের বাংলালিংক সিম কার্ডটির পরিবর্তে অন্য একটি সিমকার্ড একই নাম্বারে প্রদান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *